ScaleX  থেকে আপনাকে স্বাগতম।আমরা ধরেই নিচ্ছি যে আপনি এই ওয়েবসাইটের সকল টার্মস এবং কন্ডিশনস গুলো মেনে ওয়েবসাইটটি ব্যবহার করছেন অথবা করতে চাচ্ছেন। এখানে আমি, আমরা বলতে সম্পূর্ণ ScaleX  কর্তৃপক্ষ কে নির্দেশ করে।

একাউন্ট/প্রোফাইল সংক্রান্ত:

1। আপনার অ্যাকাউন্ট ক্রিডেনশিয়ালস (ইউজারনেম এবং পাসওয়ার্ড) গুলো আপনার একান্তই ব্যক্তিগত। এগুলো অন্য কোনো ব্যাক্তি/মাধ্যমের সাথে শেয়ার করা কোনভাবেই কাম্য নয়। যদি করা হয় তাহলে ব্যাবহারকারীর অ্যাকাউন্ট যেকোনো সময় বিনা নোটিশে টার্মিনেট করা হতে পারে এবং সেক্ষেত্রে আপনি আর সেই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন না।

পেমেন্ট সংক্রান্তঃ
1। ScaleX  তাদের কোর্স বা সেবা প্রদানের জন্য আর্থিক লেনদেন এর জন্য ShurjoPay– Payment gateway এবং Bkash Marchant ব্যাবহার করে।
2। কোর্স বা সেবা ক্রয় সংক্রান্ত যে সকল মাধ্যম ShurjoPay– Payment gateway গ্রহন করে সেসকল মাধ্যমেই কোর্স বা সেবা গ্রহন করতে পারবেন অন্য কোন মাধ্যম গ্রহণযোগ্য নয়।

রিফান্ড পলিসিঃ
রিফান্ড পলিসি আমাদের সকল ব্যাবহারকারীর জন্য সমান বলে গণ্য হয়। সে ক্ষেত্রে আপনাকে আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে আবেদন করতে ScaleX  নির্দেশ করে।
আমাদের রিফান্ড পলিসি পড়ুন।

কপিরাইট:
1। ScaleX  কর্তৃপক্ষ লিখিত অনুমতি ছাড়া কোন প্রকার কোর্স বা সেবা ম্যাটেরিয়ালস ডিস্ট্রিবিউশন সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটি সম্পূর্ণ আইনত দন্ডনীয় অপরাধ। যদি তা করে থাকেন তাহলে সামগ্রিক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন বলে আমরা বিশ্বাস করি।
2। ScaleX  এর সকল কোর্স বা সেবা এর একান্তই ScaleX  এর সম্পদ, যা বিভিন্ন ব্যাবহার কারীকে অর্থের বিনিময়ে শিক্ষা দান বা সেবা প্রদান করে থাকে। সে ক্ষেত্রে কোর্স বা সেবা নিয়ে তার ব্যাবহার সংক্রান্ত সকল সিদ্ধান্ত কর্তৃপক্ষ এর রয়েছে।
3। ScaleX  – এর সকল কোর্স, সেবা কিংবা পরিষেবা সম্পর্কিত যেকোনো ভিডিও, টেক্সট বা কনটেন্ট মেক্সমি কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া অন্য কারও সাথে অর্থের বিনিময়ে বা বিনামূল্যে আদান-প্রদান করা আইনত দন্ডনীয় অপরাধ। অনলাইন, অফলাইন বা অন্য কোন মাধ্যমে কোর্স কিংবা সেবা আদান-প্রদান করলে Creator Inside কর্তৃপক্ষ বা আইনানুগত প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কপিরাইট আইন, কপিরাইট এক্ট ২০০০, কপিরাইট এক্ট ২০০৫ সংশোধন: সেকশন ৮৪, ডিজিটাল কপিরাইট আইন, Digital Security Act, 2018, Digital Security Act, 2018 (সেকশন ১৯) এবং সাইবার সিকিউরিটি বা উপযুক্ত আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

পাইরেসি সংক্রান্তঃ
ScaleX  সম্পূর্ণ ভাবে পাইরেসি এর বিপরীতে অবস্থান করে। আমাদের এই ওয়েবসাইট এর সকল কোর্স, কন্টেন্ট বা সেবা গ্রহনের মাধ্যমে আপনি এটি সম্মতি দিচ্ছেন যে আপনি কোন প্রকার পাইরেসি করবেন না এবং পাইরেসি সংক্রান্ত কোন কার্যকলাপ এর সাথে থাকবে না বা সহযোগিতা করবেন না। যদি তা করে থাকেণ তাহলে কর্তৃপক্ষ আপনাকে অণুচ্ছেদ কপিরাইট এর আওতায় যথাযথ আইনানুগত বেবস্থা গ্রহন করার অধিকার রাখে।

শর্তাবলী পরিবর্তনঃ
আপনি যখন আমাদের সেবা গ্রহন করছে তখন ধরে নেয়া হয়েছে যে আপনি আমাদের সকল টার্মস এবং কন্ডিশন মেনে নিয়েছেন। টার্মস এবং কন্ডিশনসের ব্যাপারে ScaleX  এর সিদ্ধান্তই চূড়ান্ত যা ব্যাবহারকারী মানতে বাধ্য এবং যেকোনো সময় তা পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন এর ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।

উপরোক্ত সকল শর্তাবলী বহির্ভূত কোন কার্যকলাপ করে থাকলে, ScaleX এর যেকোনো সিদ্ধান্ত চূড়ান্ত এবং তা ব্যাবহারকারী মানতে বাধ্য সে ক্ষেত্রে কোন কোন অভিযোগ গ্রহণযোগ্য নয়।